নারী কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতেছে ব্রাজিল ও আর্জেন্টিনা
- আপডেট সময় : ০২:১৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
নারী কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। পেরুকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আগেই শেষ চার নিশ্চিত করা ব্রাজিল। আর ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
নিজেদের প্রথম ম্যাচ হারলেও গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচ জিতে বি গ্রুপের রানার্সআপ হয়ে শেষ চার নিশ্চিত করেছে ২০০৬ এর চ্যাম্পিয়নরা। দুই দলের সামনেই সুযোগ ছিল সেমির। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভেনেজুয়েলাকে হারিয়ে শেষ পর্যন্ত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে মেসির দেশের মেয়েরা। ৬৩ মিনিটে ফ্লোরেন্সিয়া বনসেগুন্ডোর একমাত্র গোলে জয় পায় আলবিসেলেস্তে। আগামী ২৬ জুলাই প্রথম সেমিফাইনালে এ গ্রুপের চ্যাম্পিয়ন কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। একদিন পর দ্বিতীয় সেমিতে প্যারাগুয়ের বিপক্ষে লড়বে ব্রাজিল। ২০০৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোপার সেমিফাইনাল খেলবে প্যারাগুয়ে।