নারী টেকসই মৎস্যখাতের জন্য নারীর সক্রিয় অংশগ্রহন আবশ্যক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ক্ষমতায়ন সুত্রের বাইরে উপকুলীয় জেলে পরিবারের বেশীরভাগ নারী টেকসই মৎস্যখাতের জন্য নারীর সক্রিয় অংশগ্রহন আবশ্যক। এ বিষয়ে ঢাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর সিরডাব মিলনায়তনে এক সভায় উপকুলীয় মৎস্য খাতে নারীর অবস্থা এবং সমস্যা ও সম্ভাবনা বিষয়ক গবেষণার ফলাফল নীতিনির্ধারকদের নিকট উপস্থাপন করা হয়। পাশাপাশি ক্ষুদ্র মৎসজীবিদের সমস্যা মোকাবেলায় নীতিমালা প্রণয়নের সুপারিশ তুলে ধরা হয়। এ ছাড়াও সরকারের নানা ইতিবাচক উদ্যোগের ফলে অভ্যন্তরীণ উৎস হতে মৎস্য উৎস্য উৎপাদনে বাংলাদেশে বিশ্বে অন্যতম শীর্ষ স্থানে রয়েছে,বলে মনে করেন বক্তারা। উপকুলীয় প্রান্তিক জেলেদের জীবনমান উন্নয়নে এখনো অনেক কিছু করার প্রয়োজন রয়েছে বিশেষ করে জেলে পরিবারের নারীদের অবস্থান ও অবদান নিয়ে বিশেষ উদ্যোগের প্রয়োজন বলে মনে করেন বক্তারা।