নারী দিবসে সম্মাননা পেলেন নাহারিন চৌধুরী
- আপডেট সময় : ০৪:৩১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফ্যাশন ডিজাইনার নাহারিন চৌধুরী ‘উইমেনস ইন্সপিরেশনাল অ্যাওয়ার্ড ২০২৩’ পেয়েছেন। কর্পোরেট সেক্টরে অসামান্য অবদান রাখায় তাকে এই সম্মাননা দেওয়া হয়। গত ৯ মার্চ রাতে গুলশান শুটিং ক্লাবে মিরর ম্যাগাজিনের আয়োজনে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূত আছিম ট্রস্টার। এতে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন ও সাংবাদিক মুন্নি সাহা। মিরর ম্যাগাজিন দীর্ঘদিন ধরে এ পুরস্কার দিয়ে যাচ্ছেন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পঞ্চাশজন নারীকে এ বছর এই সম্মাননা দেওয়া হয়।
পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে ফ্যাশন ডিজাইনার নাহারিন চৌধুরী বলেন, ‘নারী দিবস উপলক্ষে ‘কর্পোরেট সেক্টরে’ বিশেষ অবদান রাখায় এই সম্মাননা পেয়েছি। এজন্য আমি খুবই আনন্দিত। নারীদের স্বাবলম্বী হওয়ার হার বেড়েছে। কিন্তু এ হার আরো বাড়াতে হবে। বিশ্বের সব নারীকে আমার এই সম্মাননা উৎসর্গ করলাম।’
নাহারিন চৌধুরী ছাড়াও আরও সম্মাননা পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনি, তানজিন তিশা, আশনা হাবিব ভাবনাসহ আরও অনেকে।
উল্লেখ্য, বর্তমানে ওকোড বাই এনার্জিপ্যাকের হেড অব অপারেশন অ্যান্ড ইনোভেশন হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি যুক্ত আছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে শিক্ষকতা পেশায়।