নারী নির্যাতন মামলায় দর্শনা থানার ওসি শামসুদ্দোহা গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ২২৫০ বার পড়া হয়েছে
ফরিদপুরের কোতয়ালী থানায় করা নারী নির্যাতন মামলায় গ্রেফতার করা হয়েছে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ওসি শামসুদ্দোহাকে।
গেলরাতে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের একটি দল ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে শামসুদ্দোহাকে কোতয়ালী থানায় রাখা হয়েছে। বিকেলে তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে। কোতয়ালী থানা পুলিশ জানায়, ২০১৫ সালে ফারজানা আক্তার তুলির সাথে বিয়ে হয় ওসি শামসুদ্দোহার। বিয়ের পর থেকে নানাভাবে যৌতুকের জন্য নির্যাতন চালানো হয় তুলির উপর। পরবর্তীতে নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় গত ৯ ফেব্রুয়ারী ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করে তুলি। মামলার পর থেকে ওসি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।