নারী সাংবাদিকের দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় দুইজন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
নারী সাংবাদিকের দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় দুইজনকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম ও নরসিংদী থেকে তাদের আটক করা হয়। চট্টগ্রামের হালিশহরের নুর হোসাইন নুরু ও রাজধানীর সবুজবাগের সজীব মিয়াকে আটক করা হয়েছে।
দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.আসাদুজ্জামান। তিনি জানান, ওই নারী সাংবাদিকের চেহারা ফটোশপে এডিট করে ফেসবুকে ছড়িয়ে দেয় একটি চক্র। একটি ফেসবুক আইডি ও ব্লগ থেকে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার প্রমাণ পায় গুলশান থানা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, সিনিয়র নেতাদের নির্দেশে ভিডিওটি ভাইরালের চেষ্টা করছিলো। ওই নারী সাংবাদিক ৩ ফেব্রুয়ারি গুলশান থানায় অভিযোগ করেন।