নারীদেরকে স্বাবলম্বী করতে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার তাগিদ
- আপডেট সময় : ০১:৪৭:০২ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
নারীদেরকে স্বাবলম্বী করতে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক নারী দিবসে জয়ীতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, আধুনিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষা ও প্রশিক্ষণে নারীর সমান অধিকার নিশ্চিত করতে হবে।
এবারের নারী দিবসের প্রতিপাদ্য ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’। মহামারিকালে বাংলাদেশের ডাক্তার, নার্স, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব পর্যায়ের নারীরা গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের ভূমিকাকে উৎসাহিত ও স্বীকৃতি স্বরূপ জয়ীতা পুরস্কার দেওয়া হয়।
এবছর আন্তর্জাতিক নারী দিবসে শ্রেষ্ঠ ৫ জয়ীতাকে সম্মান জানালো সরকার। বাংলাদেশ শিশু একাডেমিতে নারী ও শিশু মন্ত্রণালয়ের আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে পদকপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সনদ তুলে দেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। প্রধানমন্ত্রী জয়ীতাদের অভিনন্দন জানান।
এসময় প্রধানমন্ত্রী বলেন, স্বাবলম্বী হতে গেলে নারীর জন্য শিক্ষা ও অর্থনৈতিক সক্ষমতার বিকল্প নেই । নারীদের জন্য শিক্ষা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার। সরকার প্রধান বলেন, সমাজ ও দেশের উন্নয়নের অন্যতম শর্ত নারীর ক্ষমতায়ন। নারী নির্যাতন রুখতে ও ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি।
অর্ধেক জনগোষ্ঠী অকেজো থাকলে সমাজ খুঁড়িয়ে চলে উল্লেখ করে নারীর অধিকার যোগ্যতা দিয়ে আদায় করে নেবার তাগিদ দেন প্রধানমন্ত্রী। উন্নয়ন অগ্রযাত্রায় ধর্ম, বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী। বলেন, নারীকে তার অধিকার আদায় করে নিতে হবে, এজন্য অর্জন করতে হবে যোগ্যতা।