নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ
- আপডেট সময় : ০৬:১৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে দেশব্যাপী বিভাগীয় শহরসহ বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
ধর্ষণের একমাত্র শাস্তি ফাঁসির দাবিতে নোয়াখালীতে আজও বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করছে বিভিন্ন সংগঠন। সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ আযোজন অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করার দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারন শিক্ষার্থীরা।
সারাদেশে নারী,শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে উইমেন্স বাইক ওয়েল ফেয়ার এসোসিয়েশন দিনাজপুর জেলা ও পল্লী সমাজের আযোজনে সকালে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মাদারীপুরের রাজৈরে দেশব্যাপী ধর্ষণ, গুম, খুন ও দুর্নীতির সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ধর্ষকদের মৃত্যুদন্ডের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
হাজি শাহার আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকারী শামীমের দৃষ্টান্তমূলক শাস্তিসহ দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার এলাকাবাসী ও নির্যাতিতের সহপাঠিরা।
নেত্রকোনায় নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে লিফলেট বিতরণ করা হয়েছে। সকালে পুলিশ সুপার কার্যালয়ের সামনে এর উদ্বোধন করেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী।
এদিকে, ধর্ষন ও যৌন নিপীড়নসহ নরীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় গত এক সপ্তাহ যাবত চলছে জেলার বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশসহ নানা কর্মসুচি।