নাসিক নির্বাচনে নেতিবাচক ও উন্নয়নবিমুখ রাজনীতির চরম ভরাডুবি হয়েছে : কাদের
- আপডেট সময় : ০৭:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নেতিবাচক ও উন্নয়নবিমুখ রাজনীতির চরম ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, নাসিকের মতোই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম মনে করেন, ইভিএমের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব।
সোমবার সকালে সরকারি বাসভবনে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, ইভিএম ও নির্বাচন কমিশনের সমালোচনাকারীরাও নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে সেরা বলে মনে করছেন।
অন্য এক অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচন, নারায়ণগঞ্জ সিটির মতোই হবে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ইভিএমের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।
আগামী নির্বাচনগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা করেন, স্থানীয় সরকার মন্ত্রী।