নাহারিন চৌধুরীর নতুন পরিকল্পনা
- আপডেট সময় : ০৩:০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : এ প্রজন্মের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার নাহারিন চৌধুরী। তিনি পড়াশোনায় একজন গোল্ড মেডেলিস্ট। শান্ত মরিয়ম ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে অনার্স এবং মাস্টার্স করেছেন। বর্তমানে তিনি যুক্ত আছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে শিক্ষকতা পেশায়।
সম্প্রতি তিনি কর্পোরেট সেক্টরে অসামান্য অবদান রাখায় ‘উইমেনস ইন্সপিরেশনাল অ্যাওয়ার্ড ২০২৩’ পেয়েছেন। এছাড়াও তিনি কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বিভিন্ন অ্যাওয়ার্ডও। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষের কর্ম ব্যবস্থা তৈরীতে মনোযোগী হতে চান নাহারিন চৌধুরী। এছাড়াও তিনি নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে দেখতে চান। ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেছেন ফ্যাশন ডিজাইনার নাহরিন চৌধুরী।
তিনি বলেন, ‘১০ বছর যাবত আমি বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি। এখন অভিজ্ঞতা এবং শেখার, জানার জায়গাটা আগের চেয়ে অনেক বেশি শক্ত। শিক্ষকতা পেশায়ও নিজেকে জড়িত করে নতুনদের ভাবনা এবং তাদের চাহিদাটাও বুঝার একটা সুন্দর সুযোগ পেয়েছি। নতুনদের কাছে থেকে আরও নতুন নতুন জিনিসও শিখছি।’
নাহরিন চৌধুরী আরও বলেন, ‘জানার বা শিখার যেমন কোন বয়স নেই ঠিক তেমনই শিখারও কোন শেষও নেই। এখন আমি চিন্তা করছি নিজে কিছু করার, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও কিছু মানুষের কর্ম ব্যবস্থা তৈরী করার ডিজাইন নিয়ে পড়াশুনা করে যে একজন ডিজাইনারকে শুধু ডিজাইন নিয়েই কাজ করতে হবে। এই ধারণাটা আমি একটু বদলাতে চাই।
একজন ডিজাইনের ডিজাইনিং নিয়ে যখন পড়াশুনা করে তাকে কিন্তু আরো অনেক বিষয়ও খুব ভালো করে পড়তে হয়। গতানুগতিক কোন কিছু করতে আমি কখনোই আগ্রহ পাইনি, তাই ভিন্ন ধারার কিছু করতে চাই।’