নিউইয়র্কের ফেডারেল আদালতের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরী
- আপডেট সময় : ০২:৪৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারক হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশী মুসলিম-আমেরিকান নারী। মার্কিন সিনেটের অনুমোদন পেলেই নিয়োগ পাবেন আইনজীবী নুসরাত জাহান চৌধুরী।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া বিচার বিভাগীয় মনোনীতদের তালিকায় নুসরাতের নাম রয়েছে। নুসরাত চৌধুরী আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন এর ইলিনয় অধ্যায়ের আইনী পরিচালক। এর আগে নিউইয়র্কে জাতিগত বিচার কর্মসূচির উপ-পরিচালকসহ বিভিন্ন পদে কাজ করেছেন। ২০২১ সালের সেপ্টেম্বরে ডেমোক্র্যাটিক সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা আনুষ্ঠানিকভাবে নুসরাত চৌধুরীকে নিউইয়র্কের ফেডারেল বেঞ্চে নিয়োগ দেয়ার সুপারিশ করেন। মার্কিন প্রেসিডেন্টের মনোনয়নের পর সিনেটে সংখ্যাগরিষ্ঠ ভোটে নিয়োগ নিশ্চিত হয়। সিনেটে নিশ্চিত হলে নুসরাত চৌধুরী দ্বিতীয় মুসলিম মার্কিন ফেডারেল বিচারক হবেন। গত বছর নিউ জার্সির জেলা আদালতের প্রথম মুসলিম বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন জাহিদ এন কুরাইশি।