নিউইয়র্কে সংকটে পড়া ভাড়াটিয়াদের সহায়তার দাবিতে বিক্ষোভ
- আপডেট সময় : ০৭:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
করোনা মহামারির মধ্যে সংকটে পড়া ভাড়াটিয়াদের সহায়তার দাবিতে বিক্ষোভ হয়েছে নিউইয়র্কে। ভাড়া পরিশোধে ব্যর্থ ভাড়াটিয়াদের উৎখাত বন্ধে ২০২০ সালে করা আইনের মেয়াদ শেষ হয় শনিবার।
এ আইন বন্ধ হলে বাড়ির মালিক চাইলেই ভাড়াটিয়াকে উৎখাত করতে পারবে। বিক্ষোভকারীদের দাবি, নিষেধাজ্ঞার সময় বাড়ানোর পাশাপাশি নিম্নবিত্তদের জন্য বাড়ি ভাড়ার ভর্তুকি নিশ্চিত করতে হবে সরকারকে। এ দাবিতে নিউইয়র্কের রাজপথে নেমেছে শত শত মানুষ। বিক্ষোভে পুলিশ আটক করে বেশ কয়েকজনকে। বিক্ষাভকারীরা জানায় এ আইন বাতিল না করা পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবে। ২০২০ সালের মার্চে নিউইয়র্কজুড়ে করোনার ভয়াবহ পরিস্থিতিতে এ আইন করা হয়েছিল। এতে বলা হয়, ভাড়া বাকি থাকলেও কোনো বাড়িওয়ালা চাইলেও তার ভাড়াটিয়াকে উৎখাত করতে পারবেন না। স্বল্প ও নিম্নবিত্তের মানুষের জন্য বাড়িভাড়ার ভর্তুকি দেয়ার ঘোষণাও দেয় ফেডারেল সরকার। ভুক্তভোগীরা বলছেন, এতে করে বিপদে পড়বেন নিউইয়র্কের ৫ লাখ মানুষ।কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে ভাড়া পরিশোধে ব্যর্থ ভাড়াটিয়াদের উৎখাতে আবেদন করেছেন নিউইয়র্কের ৮১ হাজার বাড়িওয়ালা।