নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুই মসজিদে হামলা মামলার সাজা ঘোষণার শুনানি শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুই মসজিদে হামলা মামলার সাজা ঘোষণার শুনানি শুরু হয়েছে ।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুই মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার ঘটনায় অপরাধ স্বীকার করা ব্রেন্টন ট্যারান্ট কয়েক বছরের ‘নিখুঁত পরিকল্পনার’ পর তা বাস্তবায়ন করে। তৃতীয় একটি মসজিদেও হামলার পরিকল্পনা ছিল তার। মসজিদ পুড়িয়ে যত বেশি সংখ্যক মানুষকে সম্ভব, হত্যা করতে চেয়েছিল সে। সোমবার তার বিরুদ্ধে রায় ঘোষণা শুরুর প্রথমদিন এ কথা জানিয়েছেন একজন প্রসিকিউটর। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রায়ে আজীবন কারাবাসের শাস্তি পেতে যাচ্ছে ট্যারান্ট। ২০১৯ সালের মার্চে এই শহরেরই দুটি মসজিদে নৃশংস ওই হামলাটি চালিয়েছিল অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ বর্ণবাদী ব্রেন্টন ট্যারেন্ট। তার বিরুদ্ধে আনা ৫১টি খুন, ৪০টি খুনের চেষ্টা ও সন্ত্রাসবাদের একটি অভিযোগের দায় স্বীকার করেছে সে।