নিখোঁজ হওয়ার দুদিন পর সেপটি ট্যাংক থেকে রিফাত নামে এক যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৭:০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
রাজধানীর দক্ষিণ কাফরুলে নিখোঁজ হওয়ার দুদিন পর সেপটি ট্যাংক থেকে রিফাত নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিফাতের পরিবারের অভিযোগ, তাকে হত্যা ভবনের সেপটি ট্যাংকে ফেলে দেয়া হয়েছে। তবে ভবন মালিকরা বলছেন, ছুরি করতে এসে ভবনের উপর থেকে পড়ে আহত হলে কেয়ারটেকার তাকে সেপটি ট্যাংকে ফেলে দেয়। সিসি ক্যামেরার ফুটেজে এমন চিত্র উঠে এসেছে। ঘটনার সাথে জড়িত রুবেলকে ত্রিশাল থানা পুলিশ আটক করেছে।
রিফাত হোসেন। গত বুধবার নিখোঁজ হয় সে। রাজধানীর দক্ষিণ কাফরুলে ৩৭৯ সিমপ্লেক্স মাইলস্টোন নামের এই ভবনেই রিফাতের মামাতোই রুবেল কেয়ারটেকারের কাজ করতো। বৃহস্পতিবার রিফাতের খোঁজে ভবনে আসে তার মা । পানির ট্যাংকিতে তার ছেলেকে মেরে ফেলে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি । কিন্তু সিসি ক্যামেরার ফুটেজে উঠে এসেছে ভিন্ন চিত্র।
বুধবার রাত ১ টা ৪৯ মিনিট, হঠাৎ করে ভবনের উপর থেকে একজন নিচে পড়েন। সিসি ক্যামেরায় শব্দ ধারণ না হলেও, আহত অবস্থায় বাঁচার যে আকুতি জানায় যুবকটি। অনেকক্ষণ ধরে সে হামাগুড়ি দিচ্ছে আবার শুয়ে পড়ছে ।
সাথে সাথেই ভবনের কেয়ারটেকার রুবেল গ্যারেজের পিছন থেকে ছুটে আসেন। একদিকে ভবনের গেইট খোলা অন্যদিকে এতরাতে সে গ্যারেজের পেছেন থাকার কথা না। কেননা ভবনের মুল গেইটের সাথেই তার থাকার রুম। ৮ মিনিট পর ছেলেটিকে টেনে ভেতরের সেপটি ট্যাংকে ফেলে দেয় সে।
ঐ ঘটনার পর বৃহস্পতিবার সকালে ভবনের ফ্ল্যাট মালিকরা রাতে এমন শব্দ সম্পর্কে জানতে চান কেয়ারটেকারের কাছে। তখন কেয়ারটেকার রুবেল বলেন, ভবনের উপর থেকে একজন নিচে পড়েছিল। তারপর দুজন লোক এসে তাকে ধরে নিয়ে গেছে। দায়িত্ব অবহেলার কারণে মুচলেকা দিয়ে বিদায় দেয়া হয় তাকে। তারা জানান, সিসি ক্যামেরাটির মূল ডিভাইস অন্যমালিকের রুমে থাকায় তা সে সময় দেখা যায়নি। তাই তাকে ছেড়ে দেয়া হয়।
কেয়ারটেকার আর ভবনের উপর থেকে পড়া রিফাত মামাতো ফুফাতো ভাই। তার দেয়া তথ্য মতে, শুক্রবার আবারও নিখোজ ছেলে রিফাতের সন্ধানে ভবনে আসে তার মা। বলেন, তার ভাই রুবেল বলেছে, রিফাতকে মেরে সেপটিক ট্যাংকে ফেলে দেয়া হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ট্যাংকের মুখ ভেঙ্গে উদ্ধার করা হয় রিফাতের মরদেহ। পুলিশ বলছে, এঘটনায় কেয়ারটেকার রুবেলকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। তদন্ত শেষে মুল রহস্য উদঘাটন করা হবে।