নিখোঁজ হওয়ার ৭ ঘন্টা পর শিশু জীবনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৭:০০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কমলগঞ্জে নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়ার ৭ ঘন্টা পর শিশু জীবনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ধলাই নদীতে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে। রোববার দুপুরে ধলাই নদীতে সাঁতার করতে যায় সমবয়সী চার শিশু। এ সময় ৩ জন সাঁতরে তীরে উঠতে পারলেও জীবন পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। নিহত শিশুটির বাড়ি দেওড়াছড়া চা বাগানে। সে চা শ্রমিক দুর্গাচরণের ছেলে।