নিখোঁজ পর্যটক সবুজের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু
- আপডেট সময় : ০২:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক সবুজের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সকালে সৈকতের জিরো পয়েন্ট থেকে ৪ কিলোমিটার পশ্চিমে- মিরাবাড়ি সংলগ্ন সমুদ্রে মোশাররফ মাঝি নামে এক জেলের জালে আটকা পড়ে সবুজের মরদেহ। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মৃতদেহ তীরে আনা হয়। ট্যুরিস্ট পুলিশ জানায়, গতকাল ৪ জন একসাথে গোসল করতে নেমে ওই পর্যটক ঢেউয়ের তোড়ে সাগরে ভেসে যান। পরে ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস যৌথ অভিযান চালায়, কিন্তু তাৎক্ষণিকভাবে তার খোঁজ মেলেনি। সকালে জেলেদের চোখে পড়লে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
সাভারে গাড়ির বডি তৈরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসিফ খান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় এ ঘটনা ঘটে। যাদুরচর এলাকায় হানিফ পরিবহনের ওয়ার্কশপে বাসের বডি তৈরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আসিফ। এসময় ওয়ার্কশপের কর্মীরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।