নিখোঁজের ছয় ঘন্টা পর, বরগুনার তালতলী সমুদ্র সৈকত থেকে দু’জনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১২:০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
নিখোঁজের ছয় ঘন্টা পর, বরগুনার তালতলী সমুদ্র সৈকত থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে শুভ-সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমেছিলেন তারা।
বুধবার বিকেলে শুভ-সন্ধ্যা সমুদ্র সৈকত থেকে আড়াই কিলোমিটার দূরে উপজেলার মরানিদ্রা থেকে মোস্তফা কাদের ও নুর আক্তার জুঁই’র মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আহসান হাবিব জানান, বুধবার সকালের দিকে মোস্তফা কাদের তার পরিবারের ৫ সদস্যকে নিয়ে তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসলের সময় ভাটার স্রোতের টানে গভীরে চলে যান। স্থানীয়দের সহযোগিতায় তিনজন তীরে উঠতে পারলেও মোস্তফা কাদের ও তার ভাগ্নী নুর আক্তার জুই নিখোঁজ হন। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ-পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় জনগণ ট্রলার নিয়ে সমুদ্রে খোঁজাখুঁজি করে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে। তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু জানান, মরদেহ দুটির সুরতহাল সম্পন্ন করা হয়েছে।