নিজ এলাকার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগে সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে: সালাহউদ্দিন আহমেদ
- আপডেট সময় : ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
কোন অভিপ্রায় নয়, নৈতিক দায়িত্ব থেকেই নিজ গ্রামের মানুষকে সবসময় সহযোগিতা করে আসছেন এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নিজ এলাকার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগে এই সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। নোয়াখালীর সোনাইমুড়িতে অসহায় দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে একথা বলেন সালাহউদ্দিন আহমেদ।
করোনা পরিস্থিতির কারনে গেলো দু’বছর সীমিত পরিসরে হলেও, এবারের আয়োজন বিশাল। আর তাইতো স্বতঃপূর্ত এই উপস্থিতি।
নিজ গ্রামের অসহায় দুঃস্থদের মাঝে পরিবারের সদস্যদের নিয়ে নিজ হাতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। শুধু দেওটি ইউনিয়নের ৮ হাজার মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন তিনি।
নিজেদের দুঃসময়ে ঈদ উপহার হাতে পেয়ে খুশি এলাকাবাসী। অনুভুতির কথা জানান তারা।
গেলো দু’বছর সশরীরে এসে ঈদ উপহার না দিতে পারার আক্ষেপ প্রকাশ করেন সালাহউদ্দিন আহমেদ। নিজ গ্রামের দুঃস্থদের পাশে দাঁড়ানোর অনুভুতির কথা জানান তিনি।
এ সময় ভবিষ্যতে নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেন এস এ গ্রুপের কর্ণধার।
প্রজন্মের পর প্রজন্ম এই ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে, সকলের দোয়া কামনা করেন এসএ গ্রুপের পরিচালকরা।
এসময় এলাকাবাসীর পক্ষে এসএ গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয় জনপ্রতিনিধি।
এর আগে, সোনাইমুড়ি উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভা এবং সেনবাগের জনপ্রতিনিধিদের হাতেও তাদের নিজ এলাকার অসহায় দুঃস্থদের মাঝে বিতরণের জন্য ঈদ উপহার সামগ্রি তুলে দেন এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।