নিজ দলের বিশৃঙ্খলা আড়াল করতেই বিএনপি দোষারোপের রাজনীতি করছে: তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
নিজ দলের বিশৃঙ্খলা আড়াল করতেই বিএনপি এখন দোষারোপের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। তাই এখানে কোনো ধরনের উসকানি দিয়ে লাভ হবে না। শুক্রবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
ঢাকার মিন্টো রোডের সরকারী বাসভবনে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে শুক্রবার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
এসময় হবিগঞ্জের সমাবেশে বিনা উস্কানিতে পুলিশ গুলিবর্ষণ করেছে- বিএনপি’র এমন অভিযোগের জবাব দেন তিনি।
এদিকে সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তিনি বলেন, কোন শক্তিই বাংলাদেশকে তার অসাম্প্রদায়িক চেতনা থেকে সরাতে পারবে না।
অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের সুসম্পর্কের কথা উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, দু’দেশের মধ্যে কিছু অমীমাংসিত সমস্যা থাকলেও বন্ধুত্ব আরও দৃঢ় হচ্ছে।
অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার প্রতি গুরুত্বারোপ করেন এই ভারতীয় কূটনীতিক।