নিজস্ব ক্ষমতার জানান দিতেই চট্টগ্রামের সাতকানিয়ায় ইউপি নির্বাচনে সহিংসতা
- আপডেট সময় : ০৮:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭০০ বার পড়া হয়েছে
নিজস্ব ক্ষমতার জানান দিতেই চট্টগ্রামের সাতকানিয়ায় ইউপি নির্বাচনে সহিংসতা চালিয়েছে সন্ত্রাসীরা। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে রেব। গতরাতে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সহিংস ঘটনার মূলহোতা নাছির ও কায়েসসহ ৮ জনকে গ্রেফতার করেছে রেব। এঘটনায় ব্যবহৃত ৫টি বন্দুকসহ দেশীয় অস্ত্র ও ৪২ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করছে অপরাধীরা। তবে, অস্ত্রের যোগানদাতাদের এখনো গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা-বাহিনী।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়ায় ইউপি নির্বাচনকে ঘিরে গেলো ৭ ফেব্রুয়ারি একদল অস্ত্রধারী সন্ত্রাসী নিজেদের আধিপত্যের জানান দিতে সহিংস হামলা চালায়। এতে শিশুসহ দু’জন নিহত ও অর্ধশতের বেশি আহত হয়।
আলোচিত এ ঘটনায় সাতকানিয়াসহ একাধিক থানায় ২৩টির মতো মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ পর্যন্ত রেব ও পুলিশের অভিযানে ৫৯ জনকে গ্রেফতারের তথ্য উঠে এসেছে।
গণমাধ্যমে প্রকাশিত ছবি, ভিডিওচিত্র ও প্রযুক্তির সহায়তায় সহিংস ঘটনার মূল রহস্য উদঘাটনে তদন্ত চালায় রেব। গেলো রাতে মূল হোতা নাছির ও কায়েসকে বান্দরবন এবং সাতকানিয়া থেকে গ্রেফতারের পর ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আরো ৬ জনকে গ্রেফতার করে রেব। সেই সাথে উদ্ধার করা অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের যোগানদাতাদের এখন খুঁজছে আইন-শৃঙ্খলা বাহিনী।
সহিংসতায় প্রার্থীদের কোন উস্কানী ছিলো কিনা এমন প্রশ্নের উত্তরে খন্দকার আল মঈন বলেন, বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার।
অস্ত্র ও মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন রেবের এই কর্মকর্তা।