নিজেদের স্বার্থে নয়, জাতির স্বার্থে নির্বাচন চায় বিএনপি: ফখরুল
- আপডেট সময় : ০৯:৫১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / ১৭৫৩ বার পড়া হয়েছে
আবারো আন্দোলনের নামে দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। রাষ্ট্রের স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, নিজেদের স্বার্থে নয়, জাতির স্বার্থে নির্বাচন চাচ্ছে বিএনপি।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ।
এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, এখনো নানা ষড়যন্ত্র চলছে,সব ষড়যন্ত্র রুখে দিতে জতীয় ঐক্যের বিকল্প নেই ।
প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন আন্দোলনের নামে দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে, রাজনৈতিক সরকার না থাকায় এমন সংকট তৈরি হচ্ছে।
নির্বাচন কমিশন সংস্কার করে আবারও দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নিজেদের স্বার্থে নয়, জাতির স্বার্থে নির্বাচন চাচ্ছে বিএনপি।
বিএনপি নির্বাচিত হলে সব দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠন করার কথা পুর্ণব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।