নিজের সৎ মাকে মারধর, হুমকী-ধামকী ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
- / ১৭২৯ বার পড়া হয়েছে
জামালপুরে নিজের সৎ মাকে মারধর, হুমকী-ধামকী ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।
সকালে সদরের নরুন্দি মাঝপাড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মর্জিনা বেগম। তিনি অভিযোগ করেন, তার স্বামী মারা যাবার পর থেকেই তার সৎ ছেলে মোহাম্মদ রুবেল ও তার পরিবারের দুলাল, নাঈমসহ লোকজন তাকে বাড়ি থেকে উচ্ছেদে বিভিন্ন সময়ে মারধর, হুমকী-ধামকী ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। এ ব্যাপারে নরুন্দি তদন্ত কেন্দ্রে অভিযোগ করলে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকী দেয়া হয়। এ ব্যাপরে জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে মর্জিনা বেগম ও তার পরিবার।