নিত্য প্রয়োজনীয় পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাবান ও ডিটারজেন্টের দাম
- আপডেট সময় : ০২:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
- / ১৮৩৯ বার পড়া হয়েছে
নিত্য প্রয়োজনীয় পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাবান ও ডিটারজেন্টের দাম। গেল দুই মাসের কাপড় ধোয়া ও গায়ের সাবান ছাড়াও ডিটারজেন্টের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। অস্বাভাবিক দাম বাড়লেও বাজার নিয়ন্ত্রণ উদ্যোগ নেই।
সাবান এবং ডিটারজেন্টের ধাপে ধাপে দাম বাড়াচ্ছে বিভিন্ন কোম্পানি।সবচেয়ে বেশি দাম বেড়েছে বহুজাতিক কোম্পানির পণ্য। পিছিয়ে নেই দেশীয় কোম্পানিগুলোও।
৯০ টাকার এক কেজি হুইল পাউডারের দাম এখন ১৪০ টাকা। ৯৫ টাকার রিন পাউডার এখন ১৮০ টাকা। কেয়া, চাকা, ঘড়ি ডিটারজেন্ট এক কেজির প্যাকেট ১৩০ থেকে ১৪০ টাকা। সব প্যাকেটেই বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা।
১৫০ গ্রাম লাক্স সাবান ৪০ থেকে এখন ৭০ টাকা। ৪০ টাকার মেরিল এখন ষাট টাকা।
ক্রেতাদের অভিযোগ, শুধু খাদ্য পণ্যের বাজার তদারকি করা হলেও প্রসাধনী পণ্যের দিকে নজর নেই। বাড়তি দামের কারণে জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম অবস্থা ক্রেতাদের।
বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হচ্ছে, জানালেন ভোক্তা অধিকারের এই কর্মকর্তা।
সাবান ও ডিটারজেন্টসহ প্রসাধন সামগ্রীর বাজার নিয়ন্ত্রণে অভিযান চান সাধারণ মানুষ।