নিত্যপণ্যসহ সবক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সরকার ব্যর্থ
- আপডেট সময় : ০৪:১৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নিত্যপণ্যসহ সবক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সরকার ব্যর্থ । দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে নাভিঃশ্বাস জনগনের, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনায় তিনি বলেন, শিগগিরই গণআন্দোলন গড়ে তুলে এই সরকারের পতন ঘটানো হবে।
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে স্বেচ্ছাসেবক দল। এতে অংশ নিয়ে সরকার পতন ও খালেদা জিয়ার মুক্তিতে যথাযথ আন্দোলন করতে না পারায় হতাশা প্রকাশ করেন বিএনপি নেতারা।
তবে দলটির মহাসচিব সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, শিগগিরই সরকার পতনের আন্দোলনে যাবে বিএনপি। উঠে আসে পিয়াজ, লবনসহ নিত্যপন্যের দাম বৃদ্ধি ইস্যু। সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিরোধী মত দমনের পাশাপাশি সরকার এখন জনগনের ওপর নির্যাতন চালাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বেই খালেদা জিয়াকে মুক্ত করে অচিরেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।