নিত্যপণ্যে দাম বৃদ্ধির প্রতিযোগিতায় কৃত্রিম সংকটের অভিযোগ ক্রেতাদের
- আপডেট সময় : ০২:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
রোজার শুরু থেকেই চলছে নিত্যপণ্যে দাম বৃদ্ধির প্রতিযোগিতা। ক্রেতাদের অভিযোগ, কৃত্রিম সংকট দেখিয়ে খেয়ালখুশি মতো দাম নিচ্ছেন বিক্রেতারা। ডিম, মুরগি, বেগুন, ছোলা, চিনি ও শশাসহ সব খাদ্যপণ্যের দাম চড়া। চাহিদা বাড়ায় ৩৫ টাকা কেজির বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।
চাল, ডাল, আটা, তেল, চিনি, পেঁয়াজ, মসলা ও বিভিন্ন সবজি। কেউ কারো চেয়ে কম দামে বিক্রি হচ্ছে না। বছরের ব্যবধানে ১৪০ শতাংশ বেড়েছে দাম।
দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতিতে ছুটির দিনে রাজধানীর বাজারে এসে ক্রেতারা পড়েন চরম বিপাকে। তারা বলছেন, চাহিদা বেশি তাই ইচ্ছেমতো বেশিদাম হাঁকছেন বিক্রেতারা। পনের দিনের ব্যবধানে ৩৫ টাকার বেগুন বেড়ে বিক্রি হচ্ছে দ্বিগুণে। বাড়তি দরে বিক্রি হচ্ছে বাজারে থাকা বাকি সবজিগুলো।
এছাড়াও বাড়তি দরে বিক্রি হচ্ছে ছোলা, চিনি, আদা, রসুন পেঁয়াজে সহ সব ধরনের মুদিপণ্য।
মাছের বাজারে চলছে নৈরাজ্য। সরবরাহ কম ও বিভিন্ন সংকট দেখিয়ে ইচ্ছেমতো দাম নিচ্ছেন বিক্রেতারা। দেশি রুই-কাতল কেজিতে বিক্রি হচ্ছে মানভেদে ৪০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত।
এদিকে বাজার তদারকিতে মুরগির দাম কিছুটা কমলেও বাড়তি দরেই কিনতে হচ্ছে গরু ও ছাগলের মাংস।
নজরদারি আরো জোরদার করতে পারলে স্বস্তিতে থাকতে পারতেন সাধারণ ভোক্তারা।