নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিএনপি’র বিক্ষোভ

- আপডেট সময় : ০৮:৫৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
তেল, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসুচির হুশিয়ারি দেন নেতা-কর্মীরা।
গ্যাসসহ নিত্যপণ্যে উর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সকালে নগরীর দলীয় কার্যালয় চত্ত্বরে পালিত এ কর্মসূচির সময় সদর রোডসহ আশপাশ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে উত্তর জেলা বিএনপি। দুপুরে নগরীর নতুন বাজারের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামালপুরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনসহ অনেকে।
গ্যাসসহ দ্রবমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও বেগম জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা বিএনপি।সকালে শহরের ডায়াবেটিস মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশি বাধার মুখে জাহাজ ঘর মোড়ে সমাবেশ করতে হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ অনেকেই।
ঝিনাইদহেও বিক্ষোভ করে জেলা বিএনপি। সকালে উপজেলার নগরবাথান বাজারে কর্মসূচীতে জেলাসহ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে মিলিত হয়।
একই দাবিতে মানিকগঞ্জেও সমাবেশ করেছে জেলা বিএনপি। এতে যুবদল, ছাত্রদল ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হন।
নেত্রকোনায় বিক্ষোভ করেছে জেলা বিএনপি। এসময় বক্তারা গ্যাসসহ সবরকম দ্রব্যমূল্য কমানোর দাবী জানান।
চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও অনাকাঙ্খিত বাজেট পাশের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ। সমাবেশস্থলে এসময় আইন শৃংখলা বাহিনী মোতায়েন করা হয়।
দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপিও।