নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে মহানগর ও জেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৫:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে সমাবেশ করতে দেয়নি আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা সদস্য সচিবকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। তাকে মুমূর্ষ অবস্থায় ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে দেশের মহানগর ও জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।
নাটোরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজকে রাজশাহী মেডিকেল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। ফজরের নামাজের পর নিজ বাড়ি থেকে দলীয় কার্যালয়ে যাওয়ার পথে শহরের চকবৈদ্যনাথ গুড়পট্টি এলাকায় তাকে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা। এদিকে, সকালে জেলা বিএনপির নেতা কর্মীদের আলাইপুরের দলীয় কার্যালয়ে যাওয়ার সময় মোড়ে মোড়ে বাধা দেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে, জামালপুরে জেলা জজকোর্ট গেটের সামনের সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দমন-নিপীড়ন করে একদফার আন্দোলন বন্ধ করা যাবে না।
সট : সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব, বিএনপি
সন্ত্রাসী হামলার প্রতিবাদে জনসভা করেছে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।
বিকেলে কাজির দেউরিতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী যোগ দেন। বিএনপি নেতারা বলেন, আরেকটি ভূয়া নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত কর উস্কানী দিচ্ছে সরকার।
সকালে বরিশাল নগরীর দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীন দেয়ার দাবি জানান। মহানগর ও জেলা উওর বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে টাঙ্গাইলে বক্তারা অভিযোগ করেন, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী বাসে আগুন দিয়ে বিএনপির নামে মামলা দিয়েছে।
সিরাজগঞ্জেও বিএনপির বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিকে নেত্রকোণা বনুয়াপাড়ার জনসমাবেশে বক্তারা বলের, সরকারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তারা।
বিএনপির প্রতিবাদ সমাবেশ সকালে মুন্সীগঞ্জ শহরের মুক্তারপুর পুরোনো ফেরীঘাট এলাকায় অনুষ্ঠিত হয়। পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ভোলায় সমাবেশ হয়েছে। বক্তারা, সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার করেন।
নোয়াখালী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত জনসমাবেশে বক্তারা, পুলিশ ও সরকারি দলের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে এর নিন্দা জানান।
নীলফামারীর জনসমাবেশে বিএনপি ছাড়াও অংশ নেন জেলা ও উপজেলার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবিতে নড়াইলে সমাবেশ হয়েছে।