নিম্নচাপের কারনে সেন্ট মার্টিনের সঙ্গে টেকনাফের নৌ যোগাযোগ বন্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় সেন্ট মার্টিনের সঙ্গে টেকনাফের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।
সাগরে ফের ৩ নম্বর সংকেত দেয়ায় দুই দিন ধরে টেকনাফের সঙ্গে সেন্ট মার্টিনের যোগাযোগ বন্ধ। এতে সেন্ট মার্টিনে নিত্যপণ্য ও খাদ্যসামগ্রীর সংকট দেখা দিয়েছে। কোনও পণ্য আনা-নেয়া করা যাচ্ছে না। সাগর উত্তাল থাকায় আশঙ্কাজনক রোগীদেরও উন্নত চিকিৎসার জন্য নেয়া যাচ্ছেনা টেকনাফ-কক্সবাজারে। কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, সমুদ্রে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।’