নিম্নমাণের রেণু ও তীব্র তাপদাহে সাতক্ষীরায় মরছে বাগদা চিংড়ি
- আপডেট সময় : ০৩:৩৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / ১৮৫৩ বার পড়া হয়েছে
নিম্নমাণের রেণু ও তীব্র তাপদাহে সাতক্ষীরায় মারা যাচ্ছে ঘেরের বাগদা চিংড়ি। মৌসুমের শুরুতেই বাগদা চিংড়ি নিয়ে উৎকণ্ঠায় ঘের মালিকরা। কক্সবাজার থেকে আনা রেনু ল্যাব টেস্ট ছাড়াই ঘেরে ছাড়ায় বেশিরভাগ মারা যাচ্ছে। রেনুর মাণ নিয়ন্ত্রণে মৎস্য বিভাগের হস্তক্ষেপ চান চাষীরা। তবে মৎস কর্মকর্তার দাবি, নিয়ম না মেনেই রেনু ছাড়া হচ্ছে।
সাতক্ষীরায় ৭০ হাজার হেক্টরে ছোট-বড় ৫৫ হাজার ঘেরে বাগদা চিংড়ির চাষ হয়। নিম্ন মানের রেণু, ভাইরাস ও তীব্র তাপদাহে মারা যাচ্ছে বাগদা চিংড়ি। এতে অন্তত ৫০ হাজার চাষী ক্ষতির সম্মুখীন। সাদা সোনা খ্যাত বাগদা রপ্তানি কমে যাওয়ায় গত বছর দাম পাননি তারা।
এবারও ভালো ফলনের আশায় ঘেরে বাগদার পোনা ছেড়েছেন চাষীরা। কিন্তু চিংড়ি একটু বড় হতে না হতেই মারা যাচ্ছে।এক সপ্তাহ ধরে চলছে এমন অবস্থা। মৌসুমের শুরুতে মড়ক লাগায় চিংড়ি চাষে ধস নামবে।
ভরা মৗসুমে ঘেরে পানি না থাকায়, যত্রতত্র খাল খনন করায় চিংড়ি চাষ ব্যহত হচ্ছে বলে দাবি চিংড়ি চাষি সমিতির।
তীব্র তাপদাহে ঘেরের বাগদা চিংড়ি মারা যাচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। সাদা সোনা খ্যাত চিংড়ি নির্ভর সাতক্ষীরার অর্থনীতি রক্ষায় ভাইরাস পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।