জিয়াউর রহমান ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধই হতো না : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশ ও মানুষকে রক্ষার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে নেতা-কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।এসময় মির্জা ফখরুল আরো বলেন, জিয়াউর রহমান ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধই হতো না। বর্তমান সরকার তাবেদার ও পুতুলে পরিণত হয়েছে বলেও ক্ষোভ জানান তিনি। জনগণ জেগে উঠলে সরকার ও তাদের পৃষ্ঠপোষকসহ সবাই পালাতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।