নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে : মির্জা ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন না দেয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, রিজার্ভসহ দেশের অর্থনীতি লুটের জন্য দায়ী সরকারের হাতে দেশ নিরাপদ নয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বেগম খালেদা জিয়া মুক্তি, সরকার পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের আধিনে নির্বাচন সময়ের দাবী শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
এতে অংশ নিয়ে সরকারের সমালোচনা করেন বিএনপির সিনিয়র নেতারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা সব কিছু ধ্বংস করেছে সরকার।
সংসদ বিলুপ্ত করে যতদিন নতুন নির্বাচন কমিশন ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না হবে ততদিন নির্বাচন নয় বলেও হুশিয়ারি দেন তিনি।