নিরপেক্ষ সরকারের দাবিতে সারাদেশে বিএনপির দ্বিতীয় পদযাত্রা
- আপডেট সময় : ০৫:৩৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
পদযাত্রায় পুলিশ, আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষে ফেনী, বগুড়া ও কিশোরগঞ্জসহ বহু জেলায় মামলা হয়েছে। এসব মামলায় আসামীর সংখ্যা প্রায় সাড়ে ৩ হাজার। বিভিন্ন জেলায় আটক হয়েছে ৩২ জন।
মঙ্গলবার মধ্যরাতে ফেনী শহর পুলিশ ফাঁড়ির এসআই হায়াত আলী বাদী হয়ে এই মামলা করেন। ফেনী মডেল থানার ওসি বলেন, উক্ত মামলার এজাহারনামীয় আসামি রয়েছেন ৮৮ জন এবং অজ্ঞাতনামা ১৫০০ থেকে ২০০০ জন। হামলায় ফেনীর ওসি নিজাম উদ্দিন ও ১০ সাংবাদিকসহ ৫০ জন আহত হয়েছেন।
সকালে কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই মামলা করেন। মামলায় জেলা যুবদলের সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিবসহ ১৯ জনের নাম রয়েছে। এছাড়াও ৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। জেলা শহরের ঈসাখাঁ রোডে গতকাল বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে ১৩ পুলিশ সদস্য আহত হন।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান ওরফে জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপির পদযাত্রায় গতকাল বগুড়ায় পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষে এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা পুলিশ জানিয়েছে। মামলা হয়েছে ২১৩ জনের বিরুদ্ধে।
পিরোজপুরে হামলার ঘটনায় বিএনপির ৩৮০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মঙ্গলবার রাতে মামলা করেছে পুলিশ। ইতোমধ্যে এ ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করেন ওসি আরিফুর রহমান। ১৫৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।