নিরাপত্তা পরিষদ ইউক্রেনে যুদ্ধ ঠেকাতে ব্যর্থ হয়েছে: জাতিসংঘ মহাসচিব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ গড়িয়েছে তৃতীয় মাসে। বৃহস্পতিবার জাতিসংঘ প্রধানের ইউক্রেন সফরকালেও দেশটিতে রকেট হামলা চালিয়েছে রাশিয়া।
এ ঘটনার পর নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, নিরাপত্তা পরিষদ ইউক্রেনে যুদ্ধ ঠেকাতে ব্যর্থ হয়েছে। এটা বিপুল হতাশা, রাগ এবং ক্ষোভের উৎস বলেও মন্তব্য করেন তিনি। ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের সুনির্দিষ্ট কাজ হচ্ছে বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। কিন্তু গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে সমালোচনার মুখোমুখি হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনেও বক্তব্য রাখেন অ্যান্তনিও গুতেরেস।