নিরাপদ ও ঝুঁকিমুক্ত ঈদযাত্রায় হাইওয়ে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ
- আপডেট সময় : ০৬:৩৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
- / ১৬১৩ বার পড়া হয়েছে
এবার ঈদুল আজহায় প্রায় দেড় কোটি মানুষ রাজধানী ছাড়বে। তাদের নিরাপদ ও ঝুঁকিমুক্ত ঈদযাত্রায় হাইওয়ে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান। এ ব্যাপারে তিনি পরিবহন মালিক-শ্রমিকদের সহযোগিতা চান। আর মালিক ও শ্রমিক নেতারা মহাসড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশকে সতর্ক থাকার তাগিদ দিয়েছে। দুপুরে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে অংশীজনদের সভায় এসব কথা বলেন তারা।
ঈদুল আযহা উপলক্ষে মহাসড়ক নিরাপদ ও যানজট মুক্ত রাখতে সংশ্লিষ্ট ইউনিটগুলোর সাথে রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে মতবিনিময় সভা করে হাইওয়ে পুলিশ। এতে হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি, সড়ক পরিবহন, মালিক সমিতি, বিজিএমইএ, বিকেএমইএসহ সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা অংশ নেন। মহাসড়কে শৃঙ্খলা রাখতে আইন সম্পর্কে চালক, শ্রমিক ও পথচারীদের সচেতন হওয়ার পরামর্শ দেয়ার পাশাপাশি অটো রিক্সা চলাচল বন্ধ, যান চলাচলে বিশৃঙ্খলারোধ, অবৈধ সড়ক দখলমুক্ত, ওভারলোড নিয়ন্ত্রণের হাইওয়ে পুলিশকে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন বিভিন্ন সংস্থা। ঈদুল আযহায় সড়কে নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আশ্বাস দেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। তারা সড়কে চাঁদাবাজিরোধে পুলিশের সহযোগিতা চান।
নিরাপদ ঈদ যাত্রায় জিরো ট্রলারেন্স নীতির হুঁশিয়ারি দেন হাইওয়ে পুলিশ প্রধান। সড়কে যাত্রীর চাপ এড়াতে গার্মেন্টস মালিকদের নিজস্ব পরিবহনে শ্রমিক যাতায়াতের কথা বলেন তিনি। এবারের ঈদের ছুটিতে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বে জানিয়ে অতিরিক্ত আইজি মোঃ শাহাবুদ্দিন খান বলেন, এজন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।