নিরাপদ ও ভ্রমণবান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- আপডেট সময় : ০৭:০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নিরাপদ ও ভ্রমণবান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ আংশিকভাবে কার্যকর করা হলেও সকলের সহযোগিতায় অচিরেই এ আইন পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। সকালে জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক আন্দোলন- নিসচার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।
নিরাপদ সড়ক আন্দোলন “নিসচার” ২৭ তম প্রতিষ্ঠাবার্ষকীর উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এই গোলটেবিল বৈঠক। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এসময় তিনি সড়ক দুর্ঘটনার অসঙ্গতিগুলো তুলে ধরেন।
গোলটেবিল আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে আলোচকরা সড়কে দূর্ঘটান রোধে করনীয়, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
গোল টেবিল বৈঠকে নিজ সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, আধুনিক সড়ক ব্যবস্থাপনার অংশ হিসেবে উন্নত বিশ্বের ন্যায় বাংলাদেশেও চালু করা হয়েছে রোড সেফটি অডিট।
তিনি জানান, সড়ক দুর্ঘটনায় জীবন ও সম্পদের ক্ষতি কমিয়ে আনতে হাইওয়ে পুলিশের জনবল ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের ২২ টি জাতীয় মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
গাড়ী চালকদের কোন ভাবেই বেপরোয়া গাড়ী চালানো যাবে না, এক্ষেত্রে মালিক শ্রমিকদের গাড়ীর চালকদের কাউন্সিলিং করার ওপরও গুরুত্বারোপ করেন ওবায়দুল কাদের।