নির্দিষ্ট সময়ে প্রকল্প শেষ করার তাগিদ এলজিআরডি মন্ত্রীর
- আপডেট সময় : ০৭:২৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নির্ধারিত ২০২৩ সালেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়াসার গন্ধর্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সেই সাথে হুঁশিয়ারি দিয়েছেন, অযৌক্তিক কারণে প্রকল্প ব্যয় আর মেয়াদ বাড়লে, ক্ষমা পাবেন না কেউ। যদিও ২ বছর মেয়াদসহ এই প্রকল্পেরই ব্যয় বেড়েছে ২ হাজার ৪ শো ১ কোটি টাকা। আর ওয়াসার এমডি তাকসিম এ খান বলেন, প্রকল্পের কাজ শেষ হওয়ার সাথে সাথেই দিনে ৫০ কোটি লিটার বাড়তি পানি পাবে রাজধানীবাসী।
৮২ একর জায়গার উপর বাস্তবায়নাধীন এই প্রকল্পে স্থাপিত হবে ১ শ’ ৫ কোটি লিটার পানি উত্তোলন ক্ষমতা সম্পন্ন ইনটেক। যার প্রথম ফেইজে দৈনিক ৫০ কোটি লিটার পানি পরিশোধিত হবে। সরবরাহ করা হবে, ঢাকার উত্তর-পশ্চিমাংশ বাড্ডা-গুলশান-বনানী-উত্তরাসহ বিভিন্ন এলাকায়।
তবে এ প্রকল্প শেষ হওয়ার কথা ছিলো ২০২১ সালে। সেটি এখন ঠেকেছে ২০২৩ শে। করোনার কারণে পুনঃনির্ধারিত সময়েও কাজ শেষ হবে কি-না; সেটা নিয়েও আছে সংশয়।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, সময় এবং ব্যায় বৃদ্ধি হলেও নিদিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে দিনে ৫০ কোটি লিটার পানি সরবরাহ করবে পেইজ এক।
স্থানীয় সরকার মন্ত্রীর বলেন, যৌক্তিক কারণ ছাড়া প্রকল্পের মেয়াদ এবং ব্যয় বাড়লে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেয়া হবে।
২০১৯ সালের অক্টোবরে শুরু হওয়া, ৫ হাজার ৬শ’ কোটি টাকার এ প্রকল্পে, সরকারের পাশাপাশি অর্থ দিয়েছে এডিবি, এএফডি ও ইআইবি।