নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়ার ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়ার ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্তী ওবায়দুল কাদের।
সকালে বাসভবনে ব্রিফিংকালে পরিবহন মালিক শ্রমিকদের উদ্দেশে এ হুঁশিয়ারি দেন তিনি। গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না উল্লেখ করে ট্রাক-কাভার্ড ভ্যান ধর্মঘটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে বসে সমাধানের উদ্যোগ নিচ্ছেন বলেও জানান ওবায়দুল কাদের। এছাড়া দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে কোন ভয়ংকর পরিস্থিতি নেই।