নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ
- আপডেট সময় : ০৪:৫৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
নির্ধারিত সময়ের মধ্যে সড়ক পরিবহন ও সেতু বিভাগের উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সকাল ১০টায় বরিশাল সড়ক জোন, বিআরটিএ এবং বিআরটিসি’র কর্মকর্তাদের সাথে জুম কনফারেন্সে আলাপকালে এই নির্দেশ দেন তিনি। মন্ত্রী আরও বলেন, উন্নয়ন প্রকল্পের গুনগন মানও নিশ্চিত করতে হবে। সে ক্ষেত্রে প্রকৌশলীদের উন্নয়ন কাজ আদায় করে নেয়ার নির্দেশ দেন। উন্নয়ন কাজে কেউ সময় ক্ষেপন করলে কি কারণে সময় বেশী লাগছে তার যৌক্তিক কারন থাকতে হবে। যৌক্তিক কারন দেখাতে না পাড়লে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের কথাও বলেন মন্ত্রী।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, প্রধান প্রকৌশলী ঢাকা থেকে অংশগ্রহণ করেন। এবং বরিশাল থেকে সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্ববাধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী এবং বিআরটিএ ও বিআরটিসি’র উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।