নির্ধারিত সময় শেষে অতিক্রান্ত হলো আরো ৪ বছর, এখনো চালু হয়নি গোপালগঞ্জের বৌলতলী সেতু
- আপডেট সময় : ০৬:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
নির্ধারিত সময় শেষ হবার পর অতিক্রান্ত হয়েছে আরো চার বছর। বাড়ানোও হয়েছে নির্মাণ ব্যয়। তবুও এখন পয্যন্ত চালু হয়নি গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী সেতু। ফলে সেতুটি ব্যবহার করতে না পারায় চরম দুর্ভোগের পাশাপশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা। কবে সেতুটির নির্মাণ কাজ শেষ হবে তা নিয়ে জনমনে দেখা দিয়েছে শংকা। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, আগামী বছরের জুন মাসের মধ্যেই সেতুটি চলাচলেরে উপযোগী হবে।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী বাজারের উত্তরপাশে মধুমতি এমবিআর চ্যানেলের উপর প্রায় ২৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালে । ২০১৮ সালের ডিসেম্বরে সেতুটি জনগণের ব্যবহারের জন্য খুলে দেয়ার কথা থাকলেও এখনো নির্মাণ কাজ সম্পন্ন করতে পারেনি কর্তৃপক্ষ।
সেতু চালু না হওয়ায় খেয়া পারাপার হতে হচ্ছে শিক্ষার্থীসহ স্থানীয়দের। এতে একদিকে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে, অন্যদিকে নদী পারাপারে বাড়ছে ঝুকি। এমনকি কৃষিপণ্য আনা নেয়াও সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের।
সব সমস্যা সমাধানের মাধ্যমে আগামী বছরের জুন মাসের মধ্যে সেতুটি চলাচলের উপোযোগী হবে বলে জানিয়েছেন, এলজিইডির এ কর্মকর্তা।
এ সেতুটি চালু করা গেলে অন্তত: ২০ গ্রামের মানুষ উন্নত যাতায়াতের সুবিধা পাবে। সেই সাথে কৃষি, শিক্ষা ও স্বাস্থাখাতে বাঁচবে সময় ও অর্থ, উন্নত হবে জীবনমান।