বিএনপিকে নির্বাচনে আনা সরকারের দায়িত্ব নয় : তাজুল ইসলাম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ১৮৬৮ বার পড়া হয়েছে
বিএনপিকে নির্বাচনে আনা সরকারের দায়িত্ব নয়। রাজনৈতিক দল হিসেবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নির্বাচন কমিশনের অধীনেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
সকালে চট্টগ্রামের এক হোটেলে চট্টগ্রাম ওয়াসার কর্ণফূলী পানি শোধনাগার-২ এর প্রকল্প হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি আরো বলেন, গত তিন নির্বাচনে গণমুখি ইশতেহার ও তার বাস্তবায়নে সাধারণ মানুষ আওয়ামী লীগের ওপর আস্থা রেখেছে।
এবারো মানুষের স্বার্থের কথা বিবেচনা করে নির্বচনী ইশতেহার প্রণয়ন করছে আওয়ামী লীগ। বারবার সাধারণ মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়ে পরাজয়ের ভয়ে বিএনপি এখন নির্বচন থেকে পালিয়ে থাকার পথ খুঁজছে বলে বন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশে নিযুক্ত জাপানের রাস্ট্রদূত আইওয়ামা কিমিনুরী ও চট্টগ্রাম ওয়াসার এমডি একেএম ফজলুল্লাহ ।