নির্বাচন এলেই বিএনপি নাশকতা চালায় : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- / ১৬১৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোট চুরির সুযোগ নেই বলেই নির্বাচনে আসেনি বিএনপি। তিনি বলেন, নির্বাচন এলেই তারা নাশকতা চালায়। দেশের মানুষের শান্তি তাদের সহ্য হয় না। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে পাঁচ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালী দেয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। নৌকা বা স্বতন্ত্র প্রার্থী কেউ কাউকে নির্বাচনে বাঁধা দেয়া যাবে না উল্লেখ করে, সংঘাতে দলের কেউ জড়িত থাকলে, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন শেখ হাসিনা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারের অংশ হিসেবে পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ি জেলায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায়, রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন, দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের এমন কোনো জেলা নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি জানিয়ে তিনি বলেন, আবারও সরকার গঠন করতে পারলে, প্রতিটি জেলা ভূমি ও গৃহহীনমুক্ত হবে।
বিএনপিকে সন্ত্রাসী ও জঙ্গিবাদী সংগঠন উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তিনি বলেন, জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে আর নির্বাচনে কোনো সংঘর্ষ বা মারামারি করা চলবে না। গণতন্ত্রকে আরও সুদৃঢ় করতে না পারলে, বাংলাদেশ শেষ হয়ে যাবে উল্লেখ করে উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আবারও নৌকায় ভোট চান শেখ হাসিনা।