নির্বাচন কমিশন একটা সিলেকশন কমিশনে পরিনত হয়েছে : জি এম কাদের
- আপডেট সময় : ১২:৫৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের আন্দোলনে যারা থাকবে, জাতীয় পার্টি তাদের পাশে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন,বর্তমান ইলেকশন কমিশন একটা সিলেকশন কমিশনে পরিণত হয়েছে। আর দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন,দেশের মানুষ আওয়ামী লীগ-বিএনপি দু’দলকেই আর ক্ষমতায় দেখতে চায় না। দুপুরে জাতীয় পার্টির বনানী অফিসে এক সভায় এসব কথা বলেন তারা।
রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের অফিস মিলনায়তনে, ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির জরুরী সভা হয়।
সভায় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন,বর্তমান সরকার দুর্নীতি করে দেশ ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, দেশের মানুষ নতুন কোন দলকে ক্ষমতা দেখতে চায়।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। ইলেকশন কমিশন এখন সিলেকশন কমিশনে পরিনত হয়েছে।
মানুষ সরকারের উপর ক্ষুব্ধ জানিয়ে জি এম কাদের বলেন, দেশের গনতন্ত্র রক্ষার আন্দোলনে যারা রাজপথে নামবে, তাদের পাশে থাকবে জাতীয় পার্টি।