নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া দলীয় স্বার্থে আইনি রূপ দিতে যাচ্ছে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া দলীয় স্বার্থে আইনি রূপ দিতে যাচ্ছে সরকার। দুপুরে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া কমিশন গঠনে কোন লাভ হবে না। রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছেন। আর কমিশন গঠনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। দলীয় সরকারে অধীনে দেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না মন্তব্য করেন নজরুল। আগে নিরপেক্ষ সরকার গঠন করে নির্বাচন কমিশনের উদ্যোগ নিতে হবে। এসময় তিনি বলেন, আগামী ২৫ জানুয়ারি দেশের সব মহানগর ও জেলায় “বাকশাল দিবস” পালন করবে বিএনপি।