নির্বাচন, গণতন্ত্র ও গুম-খুন নিয়ে, বিবিসিকে দেয়া প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার অসত্য : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০১:৩৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
নির্বাচন, গণতন্ত্র ও গুম-খুন নিয়ে, বিবিসিকে দেয়া প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার অসত্য বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভিন্নমতাবলম্বীদের দমনে তথ্য সংগ্রহের নামে পুলিশ মাঠ পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের তালিকা করছে। ব্যক্তি পর্যায়ে তথ্য সংগ্রহ ব্যক্তি স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলেও দাবি করেন মির্জা ফখরুল।
সমসাময়িক বিষয় নিয়ে বিএনপি চেয়ারপার্সেনর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশের প্রত্যন্ত অঞ্চলে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের নামে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি।
নির্বাচন, গণতন্ত্র ও গুম-খুন নিয়ে, বিবিসিকে দেয়া প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারে মিথ্যাচার করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
দেশের বর্তমান পরিস্থিতিতে ৯ হাজার কোটি টাকার ইভিএম কেনার নামে জাতির সাথে মসকরা করছে নির্বাচন কমিশন বলেও দাবি করেন মির্জা ফখরুল।