নির্বাচন ঘিরে চট্টগ্রামে বৈধঅস্ত্রের অবৈধ ব্যবহার বেড়েছে
- আপডেট সময় : ০৩:৪৫:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৩২ বার পড়া হয়েছে
নির্বাচন ঘিরে চট্টগ্রামে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকা করছে আইনশৃঙ্খলা বাহিনী। অতীতে বেশি সহিংসতা হওয়া এলাকাগুলো টার্গেট করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পরিকল্পনা নিয়েছে পুলিশ। আর সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে জোর দিচ্ছে রেব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের নামে বিরোধী দল দমনে ব্যস্ত হলে সাধারণ মানুষের আস্থা হারাবে আইনশৃঙ্খলা বাহিনী।
নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজপথ ততই উত্তপ্ত হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর হুমকি-ধামকি আর সরকারী দলের প্রতিরোধের হুঁশিয়ারিতে আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। ২০১৫ সালের পর রাজপথে বড় আকারে রাজনৈতিক সহিংসতা না থাকলেও, তার আগের দিনগুলোর অভিজ্ঞতা আলাদা। Ftg-1 চট্টগ্রামের মীরসরাই, সীতাকুন্ড, ফটিকছড়ি, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশসহ সহিংসতাপ্রবণ এলাকাগুলো ঘিরে বিশেষ পরিকল্পনা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। রেব বলছে, নির্বাচনকে ঘিরে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারের পাশাপাশি অস্ত্রধারীদের অপতৎপরতা বাড়ার আশংকা করছে গোয়েন্দা সংস্থাগুলো। তাই এখন থেকেই চিহ্নিত অস্ত্রধারীদের ওপর বিশেষ নজরদারী চলছে।
আর রাজনীতি বিশ্লেষকরা বলছেন, বিগত দুটি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার নামে বিরোধী দলকে রাজনৈতিকভাবে দমানোর অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। এবার তার পুনরাবৃত্তি হলে আস্থা হারাবে সাধারণ মানুষ। বৈশ্বিক নানা কারনে এবারের নির্বাচনে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। যা মোকাবিলায় দায়িত্ব পালনে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা।