নির্বাচন নিয়ে আস্থার সংকটে ভুগছে কমিশন : সিইসি
- আপডেট সময় : ০৮:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ১৯০৯ বার পড়া হয়েছে
আস্থার সংকটই নির্বাচনের আসল সংকট বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি এ কথা বলেন। বিতর্ক এড়িয়ে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার চ্যালেঞ্জ নেয়া হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন।
জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশিক্ষণার্থীদের গুরুত্বের সাথে দায়িত্ব পালনের কথা জানান নির্বাচন কমিশন সচিব।
অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল পোলিং এজেন্টসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনে কঠোর হওয়ার নির্দেশ দেন।
নির্বাচনে বিতর্কের চাপ এড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বচ্ছ একটি নির্বাচন জনগণকে উপহার দেয়ার চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে বলেও জানান সিইসি।
আগামী জাতীয় সংসদ নির্বাচন পুরোপুরি সফল হবে বলে আশা প্রকাশ করেন কাজী হাবিবুল আউয়াল।