নির্বাচন নিয়ে দেশ একটা সংকটে আছে : সিইসি
- আপডেট সময় : ০১:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
- / ২১৮৫ বার পড়া হয়েছে
নির্বাচন নিয়ে দেশ সংকটে আছে,সবাই বিশ্বাস ও অবিশ্বাসের দোলাচলে আছে বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচন নিয়ে যে বির্তক দেখা দিয়েছে তা অনাকাঙ্ক্ষিত। সকালে আগারগাও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেন সিইসি। এসময় সিইসি বলেন, দেশের অর্থনীতি রক্ষা করতে হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিকল্প নেই, এখানে কোন কারচুপির আশ্রয় নেয়ার সুযোগ নেই, নির্বাচনে বিদেশিরাও নজর রাখছে।
সুষ্ঠু, অবাধ ও আইনানুগভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে আচরনবিধিসহ অপরাধ দমনে সব আসনে ৩শ বিচার বিভাগীয় কমর্কর্তা কাজ করবে।
তিন দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম দিন ১০৫ জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষনের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এসময় তিনি বলেন, নির্বাচন নিয়ে সবাই বিশ্বাস ও অবিশ্বাসের দোলাচলে আছে। নির্বাচন নিয়ে যে বির্তক দেখা দিয়েছে তা অনাকাঙ্ক্ষিত।
দেশের সার্বিক অর্থনীতিসহ অনেক কিছু ঠিক রাখতে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই জানিয়ে সিইসি বলেন, বিদেশীরাও নজর রাখছে নির্বাচন প্রক্রিয়ার ওপর। ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট না থাকলে কোন প্রার্থির অভিযোগ আমলে নেয়া হবে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটের গ্রহনযোগ্য ফলাফল চায় নির্বাচন কমিশন। সিইসি বলেন, অর্থনীতিসহ অনেক কিছু ঠিক রাখতে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে।