নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই : আওয়ামী লীগ নেতারা
- আপডেট সময় : ০৮:৫৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ১৮৮৫ বার পড়া হয়েছে
নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই বলে মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলকে জানিয়েছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সমঝোতার পথ বন্ধ করেছে বিএনপি। অপরদিকে
নির্বাচনী সব ‘জঞ্জাল’ সমাধান করে ভোটের কথা প্রতিনিধি দলকে বলেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নির্দলীয় সরকার’ ছাড়া ‘সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’। যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে আলাদা বৈঠকে আওয়ামী লীগ ও বিএনপি এসব কথা বলেছে।
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য তৎপর পশ্চিমা দেশগুলো। ইইউ’র পর এবার তৎপর যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।
সকাল ১০:১০ মিনিটে সফররত মার্কিন ১২ সদস্যদের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আসে।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ৭ সদস্যদের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন তারা। দেড় ঘণ্টাস্থায়ী বৈঠকের পর বেরিয়ে যান প্রতিনিধি দলের সদস্যরা।
বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দেশ-বিদেশে নির্বাচন প্রশ্নবিদ্ধ বলেই যুক্তরাষ্ট্র নিরপেক্ষ, অংশীদারিত্বমূলক ও আন্তর্জাতিক মানের নির্বাচন চায়।
দুপুর সোয়া ১২টায় বনানী শেরাটন হোটেলে আসেন মার্কিন প্রতিনিধিরা। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ৬ সদস্যের আওয়ামী লীগ প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন তারা। মধ্যাহ্নভোজসহ সাড়ে তিনঘন্টার বৈঠকের পর বেরিয়ে যান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল।
বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।জানান, মার্কিন পর্যবেক্ষক দলকে বিএনপির অভিযোগের জবাব জানানো হয়েছে
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে আওয়ামী লীগ অঙ্গীকারাবদ্ধ বলেও জানান ওবায়দুল কাদের।