নির্বাচন নিয়ে সব চক্রান্ত মোকাবিলা করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:২৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৬৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন নিয়ে সব চক্রান্ত মোকাবিলা করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। তিনি বলেন, ভোট নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলেই, কেউ নিষেধাজ্ঞা দিতে পারছে না। তবে কেউ কখনো নিষেধাজ্ঞা দিলে, বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে। সকালে গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় একথা বলেন দলের সভাপতি। দেশের সর্বত্র চাঁদাবাজি ও মজুতদারি বন্ধ করতে স্থানীয় জনপ্রতিনিধিদের কঠোর হওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা।
স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে নিজেদের মধ্যে যেকোনো ধরনের সংঘাত এড়ানোর পাশাপাশি নেতাকর্মীদের ভুল বোঝাবুঝির অবসান এবং তাদের ঐক্যবদ্ধ থাকার আবহ সৃষ্টি করতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিশেষ বর্ধিত সভার আয়োজন আওয়ামী লীগের।
দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সভায় অংশ নেন জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।
নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতীয় নির্বাচনে সৃষ্ট অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের পক্ষে কাজ করতে হবে।
বিএনপির নির্বাচন বিরোধী বক্তব্য এবং তাদের আন্দোলনের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, গণতন্ত্র নিয়ে কথা বলার কোনও অধিকার তাদের নেই।
অহেতুক চাঁদাবাজি ও মজুতদারির জন্য নিত্য পণ্যের দাম যাতে না বাড়ে সেদিকে নজরদারি বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের তাগিদ দেন সরকার প্রধান।
অগ্নিসন্ত্রাসের মতো রাজনৈতিক সহিংসতার সাক্ষী-প্রমাণ সংগ্রহ করে মামলা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের আহবান জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।