নির্বাচন নিয়ে বিএনপি আগ্রহ না দেখালেও তলে তলে সবাই প্রস্তুতি নিচ্ছে : কাদের

- আপডেট সময় : ০৮:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / ১৬২২ বার পড়া হয়েছে
নির্বাচন নিয়ে বিএনপি আগ্রহ না দেখালেও তলে তলে সবাই প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির অনেক নেতাকর্মী নির্বাচনের বিষয়ে সরকারের সাথে যোগাযোগ করছেন বলেও জানান তিনি।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে শেখ হাসিনার বিজয় অনিবার্য জেনেই নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের খেলায় নেমেছে বিএনপি।
বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে বরং বিতর্ক সৃষ্টি করতে চায়। সিটি নির্বাচনসহ সব স্থানীয় সরকার নির্বাচনও যথাসময়ে হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি এতে ঘোমটা পরে অংশ নেবে।
তিনি বলেন, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। আগামী নির্বাচনকে ঘিরে দেশী-বিদেশী সব ষড়যন্ত্র ব্যর্থ হবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তাই বিদেশীদের ওপর নির্ভর না করে বিএনপিকে জনগণের ওপর আস্থা রাখতে বলেন তিনি।