নির্বাচন বয়কট করে বিএনপি জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়েছেন : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
নির্বাচন বয়কট করে বিএনপি জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটি আয়োজিত বঙ্গবন্ধুর সোনার বাংলা, শেখ হাসিনার উন্নয়নের সংগ্রাম নিরবিচ্ছিন্ন স্বপ্নের মহাসড়কে ‘খুলনা থেকে চট্টগ্রাম’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। বিএনপির ভিশন ২০৩০-কে রাজনৈতিক ষ্ট্যান্টবাজি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের ভিশন-২০২১-২০৪১-এর কাউন্টারে এটি ঘোষণা করেছিলেন তারা।